গানবাজনা
-----------------------------------------
--------শিব পদ রায়
গানবাজনা মনের খোরাক মেটায়,
শুনতে খুব ভালো লাগে আনন্দময়।
চিত্তকে রাখে ভালো অমর চেতনায়,
ঈশ্বরের সান্নিধ্য লাভে এক উপায়।
সবার আশির্বাদ পাওয়া যায় গানে,
মন মেতে ওঠে এক অনন্য সাধনে।
প্রচেষ্টা থাকলে লক্ষে পৌঁছানো সম্ভব,
মনোবল বেড়ে অন্তরে অমৃত ভাব।
পরিচিতি বৃদ্ধি পাপ্ত হয় বহুগুণে,
ভক্তগন মনে রাখে সদা সযতনে।
সকলের মধ্যে সৃষ্টি হয় ভাবাবেগ,
এক ও অভিন্ন মতাদর্শ মনোযোগ।
মানুষকে গীত গন্ধে শিক্ষা দেয়া যায়,
স্বীয় ভুল বুঝে খোঁজে শোধন উপায়।
নৃত্যের তালে গান হয়ে ওঠে জীবন্ত,
অনুপ্রেরণা অনুভূতি জাগে নিয়ত।
তাং-১২/০৭/২৫ ইং