ঈদের আনন্দ (সনেট)
-------------------------------------
-------শিব পদ রায়
ঈদের আনন্দ আজ প্রতি ঘরে ঘরে,
শান্তির বাতাবরণ জাগ্রত অন্তরে।
সবাই আজ মেতেছে হাসি খুশি মনে,
পরিচ্ছন্ন পোশাকে ঈদের ময়দানে।

ঈদ মোবারক বলে আজি মাতোয়ারা,
সম্প্রীতি বন্ধনে কোলাকুলি করে তারা।
সুখ দু:খ ভাগাভাগি করে পরষ্পরে,
মিলবন্ধন অটুট রাখে শ্রদ্ধাভরে।

মনের পশুত্ব বিসর্জন দিতে হবে,
তবেই আল্লাহর কৃপাদৃষ্টি বর্ষিবে।
সব ভেদাভেদ ভুলে যেন ঐক্যতানে,
দীনের মালিক রাখতে হবে স্মরণে।

জীবনে বয়ে আনুক অনাবিল ছন্দ,
মিলেমিশে হোক একাকার নিত্যানন্দ।
প্রতি বর্ষে সবার মধ্যে হোক মিলন,
ভাতৃত্ব গড়ে উঠুক দৃঢ় আলিঙ্গন।

       তাং-০৭/০৬/২৫ ইং