জাগতিক কল্যাণে
--------------------------------------
--------শিব পদ রায়
আমি কেবল মানুষেরই কথা বলি,
যাদের মধ্যে দেখি সভ্যতার অঞ্জলি।
হে মানব তুমি হয়ে ওঠো সুমহান,
ধরাতে শান্তির বাণী থাকে বহমান।
জগতে না থাকে হানাহানি রাহাজানি,
উদার পৃথিবী সততার হাতছানি।
সকল ভেদাভেদ ভুলে মহামিলন,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যমন।
দূর হোক যাবতীয় বাধা ব্যবধান,
একই বৃন্তে উদ্ভাসিত মাতৃসন্তান।
সদ্ভাব আন্তরিকতায় হোক কল্যাণ,
সবাই মিলেমিশে গাহি সাম্যের গান।
ধনী গরীব এক কাতারে আগুয়ান,
উৎসবে মহতী অনুষ্ঠানে যোগদান।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান মিলনে,
গড়ে উঠুক বিশ্বভ্রাতৃত্ব ধ্যানে জ্ঞানে।
তাং-১২/০৬/২৫ ইং