যঁশোরেশ্বরী দেবী মন্দির
---------------------------------------
---------শিব পদ রায়
একান্ন পীঠের একটি যঁশোরেশ্বরী,
দেবী মন্দির জাগ্রত ইচ্ছা পূর্ণকারী।
শাক্ত পীঠস্থানে সতীর করকমল,
কিংবা পানিপদ্ম পতিত এ পূণ্যস্থল।

উপমহাদেশে ঐতিহ্যিক কালিমূর্তি,
দক্ষিণ বাংলার ভাস্কর্য শিল্পের কীর্তি।
কৃষ্ণবর্ণের কষ্ঠিপাথরের নির্মিত,
ভয়ঙ্কর করালবদনা নির্ধারিত।

প্রাচীনকালে অনরি নামেই ব্রাহ্মণ,
শতদ্বারযুক্ত মন্দির করে নির্মাণ।
ধেনুকর্ণ ভগ্ন মন্দির করে সংস্কার,
লক্ষণ সেন সংস্কার করেন মন্দির।

চণ্ড ভৈরব ত্রিকোণ মন্দির নির্মাণে,
প্রতাপাদিত্য যমুনা ইছামতী স্থানে।
রাজধানী সৃষ্টে ধুম উদগীরণে,
ঈশ্বরীপুরে এ মন্দির পান দর্শনে।

নব রাজধানীর নাম যঁশোরেশ্বরী,
গুরু ও দেওয়ান চ্যাটার্জী অধিকারী।
মন্ত্রগুরু পরিবার পুরুষানুক্রমে,
সেবকের দায়িত্ব পালন করে ক্রমে।

      তাং-১৭/০৬/২৫ ইং