জেনে শুনে ভালবাসো
-----------------------------------------
--------শিব পদ রায়
জেনে শুনে ভালবাসো কাউকে
সুখী হতে পারবে,
না বুঝে ভালবাসলে ভাবাবেগে
জ্বালা পরে বুঝবে।
সংসার করতে ভাবের নয়
সাত্ত্বিক নিবেদন,
কোথা পাবে সে আত্মবলিদান
করবে সমাধান।
মনের বিবেক বুঝেই তবে
ঝাপ দেওয়া যায়,
মিলন মেলায় স্বর্গীয় যোগ
অনুভবে হৃদয়।
এসো স্বার্থ ত্যাগ করি দুজনে
অমিয় ভালবাসা,
টিকে থাকবে জীবন যৌবন
পূর্ণ মনের আশা।
তাং-০৯/০৪/২৫ ইং