কর্তার দাপট
--------------------------
-------শিব পদ রায়


যে ছিল একদিন সর্বকাজে কর্তা,
এখন যে নেই তাহার নিজ সত্ত্বা।
কেউ আর মানে নাতো অধীন বলে,
বেশী বয়সে বাহু বল রসাতলে।


যার কথা একদা মানতো সবাই,
বয়সে সে অকেজো ধারে কেহ নাই।
নাতি নাতনি গল্পে করবে কেমনে,
মোবাইলে কাটে নানাকিছু দর্শনে।


কর্তারই দাপট এখন আর নাই,
অর্জিত সম্পদের সব মূল্য ছাই।
শক্তি যতক্ষণ নেতৃত্ব ততক্ষণ,
সবাই তাকে করবে অনুসরণ।


কৃতজ্ঞ বোধ নূন্যতম থাকা চাই,
বার্ধক্যের পাশে নিজকে বিলাই।
সে মানুষ সুস্থ রবে হবে না চিন্তা,
আয়ুষ্কাল বৃদ্ধি পাবে এই বারতা।
     তাং- ১৮/১২/২৩ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।