ক্ষতিপূরণ
---------------------------------------
---------শিব পদ রায়
আমরা মাঝে মধ্যে এমন সব করি,
যা নিজেকে বোকা বলে ধরে নিতে পারি।
স্বল্প অবহেলায় মহাবিপদ ঘটে,
পিছন ফেরার নাই সুযোগ ললাটে।
জেনেশুনেও বিষ করতে হয় পান,
এর চেয়েও আর হয় না অপমান।
স্বীয় ভুল করে দোষ দেই অপরের,
মোটেই সমীচীন নয় ক্ষতি নিজের।
গাফিলতিতে করতে হয় প্রায়শ্চিত্ত,
শুধু ভুলের ঘানি টানতে হয় নিত্য।
মানসিক প্রশান্তির হচ্ছে অবক্ষয়,
জীবনটা হবে দূর্বিষহ বিষময়।
সময়ে হিসাব নিকাশ হওয়া ভালো,
এতে ঘূচে যায় মনের যত কালো।
সময়োপযোগী সিদ্ধান্তেই হয় স্বস্তি,
হবে তোমার ক্ষতিপূরণ পাবে শান্তি।
তাং-২৮/০৬/২৫ ইং