মাছের ঝোল
---------------------------------
-------শিব পদ রায়
গায়ে পাবে অনেক বেশি বল
খেলে মাছের ঝোল,
কৈ মাগুর জিয়াল মাছ এনে
ভোনায় মনোবল।
রুই কাতল মৃগেল বোয়াল
মশলা ব্যবহারে,
মনোসংযোগে রান্না হয় যদি
স্বাদেই প্রাণ ভরে।
চিংড়ি কাঁকড়া রকমারি মাছে
রাঁধো ভোনা ব্যঞ্জন,
ভীষণ তৃপ্তি পাবে জিহবায়
ভুলবে নাতো কখন।
মাছের রাজা ইলিশতো সেরা
রাঁধো সর্ষে ইলিশ,
মুখ ফিরবে না স্বাদ গ্রহণে
ইচ্ছা পূর্ণ আমিষ।
তাং- ১৩/০৮/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।