মহানায়ক উত্তম কুমার
-------------------------------------
--------শিব পদ রায়
মহানায়কের অভিনয় মুগ্ধ করে,
মনোজগতে আজও স্মৃতির বাসরে।
উত্তম সুচিত্রা অভিনীত ছায়াছবি,
অন্তরে উঁকি দেয় ছন্দময় মায়াবী।
রাগ অনুরাগ আবেগ উচ্ছ্বাস মনে,
অধীর আগ্রহে অনুভূত হৃদিকোনে।
শ্রোতা দর্শকগন অভিভূত দর্শনে,
প্রকৃত প্রেম ভালবাসা অনুধাবনে।
কলকাতার ভবানীপুর তার ধাম,
গিরীশ মুখার্জী রোড বিশ্বময় নাম।
হারানো সুর পথে হলো দেরী বিপাশা,
জীবন তৃষ্ণা সাগরিকা বিশ্ব পিপাসা।
বিশ্বকবির বহু নাটকে অভিনয়,
সুখ্যাতি সুনাম ছড়িয়ে জগতময়।
গৌরি গাঙ্গুলী হলো তার সহধর্মীনী,
গৌতম চট্টোপাধ্যায় তার পুত্র জানি।
শেষেই সুপ্রিয়া দেবীর সনে বিবাহ,
বাকী সময় এভাবে জীবন প্রবাহ।
দুইশত বিশ উর্ধ্ব ছবি অভিনয়ে,
কিংবদন্তি মহানায়ক সর্বহৃদয়ে।
চব্বিশ জুলাইয়ে উনিশ শত আশি,
হৃদরোগেই মৃত্যু কাঁদিয়ে বিশ্ববাসী।
আজীবন থাকবেন সবার অন্তরে,
মানষ্পটে চির অম্লান পূজ্য সাদরে।
তাং-০৭/০৭/২৫ ইং