মানুষ ও মানবতা
----------------------------------
-------শিব পদ রায়
দু:সময়ে মানুষের সৌজন্যে
পাশে থাকা জরুরী,
সাহায্যের দিগন্ত উন্মোচনে
ভূমিকা নিতে পারি।

আমরা মানুষ করবো না অবহেলা
কৃতকর্মে স্বান্ত্বনা,
পরোপকারে কাটুক জীবন
নাই হোক বঞ্চনা।

বানভাসি মানুষের কষ্ট না দিতে
আঁকি যেন আল্পনা,
খাবার ও পানির ব্যবহার
পরস্পরের পাওনা।

জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে
সবারই উদ্ধার,
জীবন বাঁচার উপায় খোঁজা
মুক্তি হোক সবার।

     তাং- ২৮/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।