মানুষের উপলব্ধি
-----------------------------------------
---------শিব পদ রায়
একটি লোকের হাতে গোটা পরিবার,
তার রোজগারে চলে সম্পূর্ণ  সংসার।
হেন মানুষ যদি অসুস্থ হয়ে যায়,
নিজ করে গড়া ঘর ছারখার হয়।

ভালো পরা ভালো ভাবে চলা চক্ষুশূল,
অনেকের সহ্য নয় চলে নানা ছল।
বিভিন্ন কুপরামর্শ স্বীয় লোকজন,
পাকাধানে মই দেয় সে অতি আপন।

ঘরে বাইরে মধুর সম্পর্ক বিনষ্ট,
সুখশান্তি থাকে নাতো বাড়ে মনকষ্ট।
হয়তো কর্মফল লেখা থাকে কপালে,
সদিচ্ছাতেও হয় না স্বস্তি ধরাতলে।

অপরের ক্ষতি যারা অহরহ করে,
চালাকির জ্বালা পিছে বিশ্ব চরাচরে।
প্রতি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া,
সময়েরই অপেক্ষা যাবে প্রাপ্তি নিয়া।

      তাং-২৭/০৫/২৫ ইং