মায়ের স্নেহ
---------------------------
-------শিব পদ রায়
মায়ের স্নেহ থেকে বঞ্চিত,
পায়নিতো আদর মমত্ব।
পাঁচ বছরে হারাই মাকে,
কে দিবে পূর্ণতা শূন্যতাকে।


কেবলি মনে হয় দেখিনি,
মায়ের হাতের ছোঁয়াখানি।
হৃদয় নিংড়ানো ভালবাসা,
বঞ্চিত বঞ্চিত সব আশা।


অল্প বয়সে হারানো স্মৃতি,
কেঁদে ফেরে বুকে শূন্য প্রীতি।
মাতৃ আঁচল দেখা মেলেনি,
সে ঢের অভাগা এ ধরণী।


মাতৃ চুমু এক শিহরণ,
হাতের স্পর্শ হৃদ স্পন্দন।
পৃথিবীর সব নিকটত্ব,
মায়ের সমান নাই গুরুত্ব।


সূত প্রতি মাতৃ অবদান,
দুনিয়াতে নয় তুল্যমান।
দর্শন করলে স্নেহমুখ,
দূর হয়ে যায় সব দুখ।
তাং- ২৩/০২/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।