মোবাইল যুগে
------------------------
-----শিব পদ রায়
মোবাইল যুগে অর্থবহ কথা নয়,
তখনি ফোন যখনি আলোচনা হয়।
কাজের ঘোরে মানুষে অতিব্যস্ত কাটে,
সারাদিন তেমনি মোবাইল বিভ্রাটে।


আগের দিনে করিত ভাব বিনিময়,
কপি হাউজের সেই আড্ডা নাহি হয়।
যেখানেই ছিল অন্তর্নিহিত আলাপন,
একে অপরের মধ্যে প্রেম আলিঙ্গন।


মোবাইল যুগে সম্পর্ক পাতলা দুধ,
এই আছে এই নাই সব যেন বিষাদ।
হৃদ্যতা এখন বড়ই কাঙাল ভাবা ভার,
চোষলখোর লেগেছে পিছে একি আচার।


ইন্টারনেট ব্যবহার  যুগোপযোগী,
বিশ্ব এখন হাতের মধ্যে নিত্যভাগী।
সংযোগের এ মহালগনে সমাধান,
তাৎক্ষণিক ভাবে মুহূর্তের অবদান।
            তাং- ২০/১২/২৩ ইং
         চুকনগর, ডুমুরিয়া, খুলনা।