মোহিনী একাদশী
------------------------------------------
--------শিব পদ রায়
বৈশাখ শুক্লপক্ষে একাদশী মোহিনী,
শ্রীকৃষ্ণ শোনান যুধিষ্ঠিরকে কাহিনী।
সীতা বিরহজনিত কারণে জিজ্ঞাসা,
রামচন্দ্রের বশিষ্ঠের কাছে প্রত্যাশা।

মোহিনী একাদশীর বারতা প্রদান,
সব পাপ, দু:খ, মোহজালই মোচন।
সরস্বতী নদীতে  সুশোভনা নগরী,
ধৃতিমান রাজা ধনপাল বৈশ্য স্মরি।

তিনি সমৃদ্ধশালী ছিলেন বিষ্ণুভক্ত,
পঞ্চ পুত্র ধৃষ্টবুদ্ধি পাপী বেশ্যাসক্ত।
দৃশ্য দর্শনে পিতা তাকে তাড়িয়ে দেন,
অন্ন বস্ত্রহীন হয়ে চুরি করতেন।

বারবার চুরি করে হতো অপমান,
পশুপাখি বধে শুরু পাপের জীবন।
কোন পূণ্যফলে কৌণ্ডিন্য ঋষি দর্শন,
ঋষি আশ্রমে ফিরেন করে গঙ্গাস্নান।

তাঁর বস্ত্র হতে একফোঁটা জল পড়ে,
সেই জলে সিক্ত হয়ে পাপমুক্ত করে।
ঋষির কথামত ব্রত পালন করে,
পাপমুক্ত হয়ে বৈকুন্ঠে যান সাদরে।

    তাং-০৮/০৫/২৫ ইং