মনের ভাবনা
-------------
-----শিব পদ রায়                                                                   মনোভাবনা সর্বদা পজিটিভ হবে,
অপরের ক্ষতি করা থেকে দূরে রবে।
অন্যের অমঙ্গলে নিজের ক্ষতি হয়,
জাগতিক কল্যানে আশির্বাদই পায়।


উপকার না করো বিপদে ফেলবে না,
ঈশ্বরে মন রাখো পাবে তুমি সান্ত্বনা।
পেয়েছো মানবজনম আর কি পাবে?
তবে কেন মনুষ্য জন্ম বিফলে যাবে?


পরার্থে বিলাও মন সকলি দাও ভরে,
এত সুখ কোথাও পাবে না ধরা পরে।
স্বামী স্ত্রী মিলেমিশে থাকবে এ সংসারে,
ভাব বিনিময়ে সুখেদুঃখে পরস্পরে।


করো পণ জুড়াবে মন এ দুনিয়াতে,
ভালো কাজের বিকল্প নাই বিধিমতে।
মনের ভাবনা সুকল্পনা যাবে যন্ত্রণা,
সাধন ভজন করে পূরণ বাসনা।
         তাং-০৯/১২/২৩ ইং
       চুকনগর,ডুমুরিয়া, খুলনা।