মৃত্যুর দ্বারপ্রান্তে
---------------------------------
---------শিব পদ রায়
আমি পৌঁছে গিয়েছিলাম মৃত্যুর দ্বারপ্রান্তে,
এটি যে কতটা আকস্মিক মনের অজান্তে।
দূরের পথে সকালের হাঁটা শেষে বাড়িতে,
হঠাৎ তুলসীপাতাসহ জল সেবা করতে।


দম নিতে আর পারছিলাম না কোন মতে,
মনে হচ্ছিল শ্বাস রুদ্ধ হবে এই মূহুর্তে।
কাউকে কিছু বলার আগেই বিদায় ঘন্টা,
ক্ষণিকে ছটফট করছিল মোর মনটা।


সহধর্মিনী সবকিছু ফেলে টানে গলাটা,
কারো সাথে আর হয়তো হবে না যে দেখাটা।
মৃত্যু যন্ত্রণা নয় প্রশান্তিময় ঘনঘটা,
অনুভব জগতে এমন স্বস্তির নিদ্রাটা।


হেঁটে এসে তাড়া ছিল বাজারে কেনাকাটা,
ব্যস্ততা কাটছিল জলগ্রহণ সময়টা।
এমনি কান্ডটা আর কারো জীবনে না আসে,
ব্যস্ত টেনে আনে মরণবারতা নির্বিশেষে।


বাড়ির মানুষটির সজাগে বাঁচিল প্রাণ,
ঈশ্বরের অশেষ প্রশংসা পেলাম পরিত্রাণ।
যে কোন কাজ তড়িঘড়ি সিদ্ধান্তেই না হয়,
আপার উপায় যে আছে জানিবে তা নিশ্চয়।  
        তাং- ০৫/০১/২৪ ইং
        চুকনগর, ডুমুরিয়া, খুলনা।