নামামৃত আস্বাদন
-------------------------------
----------শিব পদ রায়
নিমতলায় মহানামৃত আস্বাদন,
ভাগবত প্রেমে অনন্য উদাহরণ।
হরির নামে পরমার্থিক কৃপা হয়,
পরম দয়ালের সন্ধান প্রাপ্তি হয়।


আহা! কি শ্রুতিমধুর এই হরিনাম,
মর্মস্পর্শী সুধামাখা এই মহানাম।
ষোলো নাম বত্রিশ অক্ষর এ অমৃতে,
অহরহ শুনতে পাই যেন স্মৃতি তীর্থে।


এ নাম শ্রবণে যেন শেষ নিদ্রা পায়,
কৃষ্ণে প্রার্থনা জপতপই সঙ্গী হয়।
জীবনে চাওয়া পাওয়া শুধু এটুকু,
প্রাণ গোবিন্দ পূরণ করো বাকিটুকু।


আজীবন কাটে ঠাকুর কৃষ্ণ সেবায়,
পরকালে যেন সদগতি প্রাপ্তি হয়।
নাম বিনে এ জগতে নাই অন্যগতি,
পরপারে পাড়ি দিতে হয়গো সুমতি।
     তাং- ১৭/০৯/২৪ ইং
     নিমতলা,কেশবপুর , যশোর।