পল্লীকবি জসীম উদ্দীন
-------------------------------------
------শিব পদ রায়
পল্লীকবি জসীম উদ্দীন প্রিয় কবি,
তাঁর কথা মনে হলে ভেসে ওঠে ছবি।
কবর কবিতা এক অনবদ্য সৃষ্টি,
যার ভিতরে লুকিয়ে প্রাণের আকুতি।

দাদীর কবর ডালিম গাছের তলে,
ত্রিশটি বছর সিক্ত আখিদ্বয় জলে।
হৃদয় বিদারক বাণীর অবতারণা,
পাঠক হৃদয়ে অনুপ্রাণিত বেদনা।

ফরিদপুর জেলা তাম্বুলখানা গ্রামে,
কবির স্মৃতি গাঁথা সাহিত্য সংগ্রামে।
কলকাতা ভার্সিটি বি এ,এম এ পাশ,
ঢাকা ভার্সিটি প্রভাষক পদে প্রবেশ।

রামতনু লাহিড়ী গবেষণায় যান,
রবীন্দ্র ভারতী ডি লিট উপাধি দেন।
তের মার্চ মৃত্যু উনিশ শ ছিয়াত্তর,
দাফন কৃত্য নিজ গ্রাম গোবিন্দপুর।

নকশি কাঁথার মাঠ অমর সৃজন,
সোজন বাদিয়ার ঘাট দৃষ্টিনন্দন।
কাব্য নাটক নোবেল সংগীত রচনা,
পল্লীতথ্য সংগ্রহে অনন্ত সম্বর্ধনা।

          তাং-৩০/০৫/২৫ ইং