পাণ্ডবা নির্জলা একাদশী(সনেট)
-------------------------------------------------
----------শিব পদ রায়
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী,
নাম হলো পাণ্ডবা নির্জলা উপবাসী।
শ্রীকৃষ্ণ বলেন ব্যাসদেব জানেন,
রাজা যুধিষ্ঠির এ ধর্মকথা শোনেন।
মোক্ষ বিষয় উপবাসব্রত পালন,
দ্বাদশী স্নানে শুদ্ধ মনে কৃষ্ণ অর্চন,
ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে,
অশৌচাদিতে এই ব্রত করতে হবে।
পাপী ধর্মহীন ব্যক্তি ভোজন না করে,
যমযাতনা থেকে রক্ষা পায় সাদরে।
চার ভ্রাতা মা কুন্তী দ্রৌপদী অনাহারে,
গদাধর ভীম ক্ষুধা সহিতে না পারে।
গদাধর ভীমসেন দিনে একবার,
বৃক নামে অগ্নি তরে নয় অনাহার।
মহর্ষি ভাষ্য বর্ষে এই ব্রতপালনে,
দিব্যধাম লভিতে আজ্ঞা হয় এখনে।
ব্যাসদেব বলেন পাণ্ডবা নির্জলাতে,
বারোএকাদশীর ফল পারে অর্জিতে।
অন্যান্য ব্রত পালনকালে ভঙ্গ হয়,
এই একমাত্র ব্রততে পূর্ণতা পায়।
একাদশী দ্বাদশীতে আহার বর্জন,
পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন।
যতকিছু করবে অক্ষয় হয়ে যায়,
ভীমের নির্জলা ভীমসেনী নাম হয়।
ভক্তিসহ মাহাত্ম্য পাঠ শ্রবণ করে,
বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন শ্রদ্ধাভরে।
সকলের এ কার্যাদি ভক্তি যুক্ত মনে,
যম স্পর্শে না মৃত্যুপরে স্বস্তি বিধানে।
তাং-০৭/০৬/২৫ ইং