পরের দোষ অন্বেষণ
-------------------------------------
--------শিব পদ রায়
পরের দোষ অন্বেষণ করতে নেই,
স্বীয় দোষ নির্ভয়ে স্বীকার করা চাই।
অকাতরে নিজের সমালোচনা করে,
সে নি:সন্দেহে উত্তম সবে ভক্তি করে।

অন্যের ত্রুটি ধরা মজ্জাগত স্বভাব,
কিভাবে ঠকানো যায় জেগে ওঠে ভাব।
লাভ কিছুটা আনন্দ উপভোগ করা,
অপরের ক্ষতি করা চিন্তা নিয়ে ঘোরা।

কারো সুখে থাকা নিয়ে হয় নাতো সহ্য,
বিপাকে ফেলে করা হয় তাকে অগ্রাহ্য।
এমন দুষ্টু লোকের সংখ্যা কম নয়,
একদা বুঝবে ভয়ংকর পরিণয়।

ঈশ্বর প্রত্যক্ষদর্শী ফাঁকি দেয়া কষ্ট,
নিজের সর্বনাশ নিজে করছে সৃষ্ট।
এ সব হিসাব একদিন দিতে হবে,
ভালো ছেড়ে মন্দতে পরিস্থিতি ধরবে।

ভালো হতে অনেক সময় প্রয়োজন,
সুকৃতির ফলে মুক্তি মেলে বিচক্ষণ।
এসো গাই সবে মিলে সাম্যেরই গান,
হে গোবিন্দ পাই তব রাতুল চরণ।

    তাং-০৪/০৭/২৫ ইং