পৌষ সংক্রান্তি
---------------------------
-------শিব পদ রায়
পৌষ মাসের শেষে শুরু পৌষ সংক্রান্তি,
পিঠা পায়েসের ধুম পড়ে কি যে শান্তি।
খেজুরের রসে ভেজানো বিভিন্ন পিঠা,
খেতে ভারি মজাই লাগে সুস্বাদু মিঠা।


শীতেই প্রচুর রস উৎপাদিত হয়,
রসে আস্বাদিত গুড় শখ মিটায়।
কত রকমের পিঠায় পৌষ পার্বণ,
চারিদিকে মেতে ওঠে বাঙালির মন।


এইদিন গঙ্গা স্নান মেলা অনুষ্ঠিত,
মকর সংক্রান্তি পর্ব নামে পরিচিত।
সূর্যদেব পুত্র শনিদেবের মিলন,
সেজন্য সূর্য দেবের পূজার বিধান।


শনিদেবের সন্তুষ্টে যে জিনিস লাগে,
তা যদি কাউকে দান করা হয় আগে।
তাতে ছেলের রাশির ত্রুটি দূরীভূত,
গঙ্গাস্নানে স্বয়ং শ্রীকৃষ্ণই আবির্ভূত।


আমরা সবাই এই স্নানে মিলিত হই,
স্নান সমাপনে পাপ দূর হবে তাই।
সকলে আনন্দযজ্ঞের সামিল হই,
ভেদাভেদ ভুলে সংক্রান্তি কাটিয়ে যাই।
       তাং- ১৬/০১/২৪ ইং
     চুকনগর, ডুমুরিয়া, খুলনা।