পেটুক
-------------------------------------
--------শিব পদ রায়
পেটুক যে রাতদিন খাবো খাবো করে,
খিদে তার লাগানোই থাকে বারেবারে।
সময় গড়িয়ে গেলে সহ্য নয় দেরি,
রান্না ঘরে ঘুরঘুর করে সরাসরি।
টেস্টি খাবার সে সিংহ ভাগ খেতে চায়,
পিছে কে কে আছে দেখার নেই সময়।
ভালো ভালো নিয়ে খাবে আরো বেশি বেশি,
অন্যদের বেলায় সদা থাকে উদাসী।
সবকিছু খেতে চাইবে মাত্রাতিরিক্ত,
রাঁধুনি খায় কড়াই মুছে অশ্রুসিক্ত।
খাই খাই লেগে থাকে ভোজন-বিলাসী,
খেয়ে খেয়ে মজা পায় থাকে হাসিখুশি।
রন্ধনঘরে ঘ্রাণ নিতে অতি উৎসাহী,
খাদ্য বাছাই নিত্য বাজেট বার্তাবাহী।
তেমন খাইনা করে সব খেয়ে ফেলে,
তবু তার পেট ভরে না শুধু সে গিলে।