প্রবলা ভক্তি
-----------------------------------
--------শিব পদ রায়
যদি রাখো ভক্তি তবে পাবে মুক্তি
করো আরাধ্য সাধনা,
মনে রবে বল শক্তিই প্রবল
ঈশ্বরে হয় করুণা।
বসে বসে ধ্যান চর্চা করে জ্ঞান
আনে সূক্ষ্ম সুচেতনা,
ধীর স্থির ভাবে কৃপা করে পাবে
অমূল্য রতন ভাবনা।
সাধু সঙ্গ ধরি বলি হরি হরি
কৃষ্ণ কৃপাহি কেবল,
যদি করো আশ ছেড়ো নারে পাশ
হরিনাম যে সম্বল।
ভক্তি যুক্ত মন ভগবানে টান
অন্তরে তৃপ্তি সৌরভে,
শুচি শুভ্র চিন্তা মনোবল বার্তা
ঈশ্বর প্রাপ্তি সম্ভবে।
তাং- ০৩/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।