সবাই সুখী হতে চায়
--------------------------------------
-------শিব পদ রায়
দুনিয়ায় সবাইতো সুখী হতে চায়,
কেউ বা সুখ লভে কেউ ভোগান্তি পায়।
আশা নিয়ে জগতে আসা কামনা করে,
কপালে নাকি সুখ পাখি উড়াল মারে।
বহু সম্পত্তি যার রাতে ঘুম হারাম,
অশান্তি বাসা বাঁধবে পায় না আরাম।
দিন আনে দিন খায় নিশ্চিন্তে ঘুমায়,
সুখশান্তি বিরাজ করে দুশ্চিন্তা নয়।
ভালবেসে স্বস্তি পেতে সবাইতো চায়,
রাধা খুশি হয়েছিল পেয়ে শ্যামরায়।
যথা ইচ্ছা তাই করবে সেটা উচিৎ না,
ভালো ছেড়ে মন্দ করলে পাবে যাতনা।
অল্পতে তুষ্ট থাকে সে জন ভালো থাকে,
চাহিদা বেশি বেশি কপাল পোড়ে বাকে।
আধিক্য নয়তো এসো ন্যায্য হিস্যা নেবো, গোবিন্দের স্মরণ নিলে সবে ভালো রবো।
তাং-০৪/০৪/২৫ ইং