সম্মান
----------------------------------------
-------- শিব পদ রায়
সম্মান করতে প্রকৃত বিবেক লাগে,
বিবেকটা জাগ্রত করতে শিক্ষা আগে।
অনেকটা ভেবে চিন্তে কথা বলা চাই,
শিক্ষিত মানুষের ভুল ধরে সবাই।
যেখানে আদৌ নেই গুণের সমাদর,
থাকে না দরকার সেখানে যাওয়ার।
মানুষকে অপমানে লাগে না যোগ্যতা,
সহজে চালায় পৈশাচিক বর্বরতা।
বিদ্বান সর্বত্র পূজ্যতে দেখতে পাই,
আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানায় সবাই।
জীবন ভর মনে রাখে স্মৃতি পাতায়,
স্মরণীয় যারা সম্মানে ভূষিত হয়।
মান দিতে জানে না তাদের ধ্বংস হবে,
সময়ের অপেক্ষা ক্রমান্বয়ে বুঝবে।
উদার পৃথিবী সবারি মহা আত্মীয়,
রক্ষিবে মহাসংকল্প ঈশ্বর সহায়।
তাং-২৩/০৪/২৫ ইং