স্বপ্ন
----------------------------
-------শিব পদ রায়
জীবনেই স্বপ্ন দেখতে হবে
তাকে আঁকড়ে ধরো,
বাস্তবায়ন করতেই হবে
উন্নতি হবে আরো।

সবকিছুর মূলে লক্ষ্য স্থির
পণ থাকতে হবে,
সগৌরবে করতে হবে কাজ
ইচ্ছা পূরণ তবে।

বারংবার ভাল কিছু ভাবনা
দৃশ্য ঘুমের ঘরে,
সামনে এগিয়ে যাবার চিন্তা
সদা উন্মুক্ত করে।

সব লালিত তুখোড় চেতনা
উন্নত ভবিষ্যত,
পালাক্রমে তালে তালে সম্মুখে
পূর্ণ হয় মানত।
  
      তাং- ১১/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।