স্বার্থপর
-------------------------------------
--------শিব পদ রায়
মানুষ স্বার্থপর ভীষণ রকমের,
স্বার্থ ফুরালে পাওয়া যাবে নাতো ফের।
দিতে যদি পারো তুমি পাবে সমাদর,
দেওয়া বন্ধ করলে প্রাপ্ত তিরস্কার।
যাকে যত খুশি করবে জানিও ব্যাপার,
একদিন সেই হবে ঢাল তলোয়ার।
দিতে যে পারে না পাওয়া তার জোটে না,
কথা অতি বাস্তব ব্যবহারে ভাবনা।
সর্বস্য হারিয়ে একবার নি:স্ব হও,
কি হতে পারে পরিণাম বুঝবে তাও।
আপন পর নির্ণয় স্বার্থের কারণে,
ভুল করলে সাজা পাবে সারাজীবনে।
সিংহভাগ স্বার্থপর করে অভিনয়,
চরিত্র চেনা কঠিন এই দুনিয়ায়।
অল্পেতে আঘাত পেয়ে হও সাবধান,
তবেই সদা সুখশান্তি বিরাজমান।
তাং-০১/০৭/২৫ ইং