সেই তুমি
-------------------
--------শিব পদ রায়
তোমাকে চেয়েছিলাম এ বুকের মাঝে,
জীবন চলার পথে সর্ব কৃতকার্যে।
পেতে ইচ্ছা করি প্রকৃত সঙ্গিনী রূপে,
যার রূপলাবন্যে বিমোহিত স্বরূপে।
মনের মন্দিরে সদা যার বিচরণ,
সংসার বাঁধা স্বপ্ন আজন্ম জাগরণ।
তুমি সর্বদা হৃদয় জুড়ে বিদ্যমান,
সুখ দু:খ সমব্যথী হবো সর্বক্ষণ।
মনের কথাই  হবে আদান প্রদান,
শুরু হবে আমাদের সংসার জীবন।
যেখানে থাকবে না কোনো বাঁধা বিপত্তি,
রইবে না দুজনের জঘন্য আপত্তি।
নিরবতা তাই সম্মতির সুলক্ষণ,
মনকষ্টে না থাকি একান্তই দুজন।
থাকবে না অভাব অন্তরের ভিতরে,
হাসিখুশিতে থাকি যেন একে অপরে।
বাল্যকালের সেই স্মৃতি আজও কাঁদে,
তব না পাওয়ার বেদনা বিঁধে হৃদে।