শিব রাত্রি
----------------------------
--------শিব পদ রায়
শিব চতুর্দশীতে শিব রাত্রি পালিত,
নির্জলা উপোস থাকে মহাদেব ভক্ত।
শিবপূজা পালন করবে বিধি মেনে,
ইচ্ছাপূর্ণ দ্বাদশা নামাবলী শ্রবণে।


শিব লিঙ্গ অর্থ হলো শিবের প্রতীক,
ব্রহ্মাণ্ডে যিনি অনন্ত রুপের প্রতীক।
সমস্ত সৃষ্টি যাতে বিলীন হয়ে যায়,
পূনরায় যার থেকে সৃষ্টি শুরু হয়।


গঙ্গামাটি বেলপাতা,ফুল,দুধ,দই,
রবে ঘি,মধু আর কলা জানো তাই।
পূর্ব দিনে হবিষ্যি বা নিরামিষ খাবে,              
বিছানা বদলে কম্বলে সংযমী শোবে।


মাটি দ্বারা চার শিব লিঙ্গে চার বারে,
দুধ,দই,ঘৃত,মধু দিয়ে স্নান করে।
প্রতি প্রহরে এভাবে পূজা করতে হবে,
সমস্ত রাত্রি জেগে জেগে কাটিয়ে যাবে।


পরের দিনে প্রভাতে ব্রতকথা শুনে,
শিবকে প্রণাম করতে হবে ধীর মনে।  
ব্রাহ্মণে পরিতোষ সহকারে সন্তুষ্ট,
জলযোগে ভোজনেতে দক্ষিণায় তুষ্ট।
        তাং- ০৯/০৩/২৪ ইং
    চুকনগর ডুমুরিয়া, খুলনা।