সুন্দর পৃথিবী
-------------------------------------
--------শিব পদ রায়
সুন্দর পৃথিবী উপভোগের
একটা লীলাভূমি,
যার বুকে অদম্য বিচরণ
উন্মুক্ত জন্মভূমি।

এই অনিন্দ্য নিকেতন ছেড়ে
পাড়ি দিতে চায়না,
ইচ্ছা পূরণে অঙ্গীকারাবদ্ধ
ভোগের সম্ভাবনা।

স্নিগ্ধ সুন্দর নারী গাড়ি বাড়ি
সহাস্যে ফেলে রেখে,
যেতে চাইবে না অজানা দেশে
ত্যাজিয়া মর্ত্যলোকে।

যতটা অত্যাচার রাহাজানি
রবে এ ভুলোকে,
ধন দৌলত অর্থ মোহবশে
জড়িয়ে মা মাটিকে।

তবু একদা দিতে হবে পাড়ি
সংগে কেহ যাবে না,
পার্থিব্য লীলাখেলা সাঙ্গ হবে
সকল আনাগোনা।

    তাং- ১৮/০৮/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।