স্বাধীনতা
-------------------------------
---------শিব পদ রায়
স্বাধীনতা তুমি তীব্র রক্তে স্নাত,
লাখো শহিদদের রক্তে রঞ্জিত।
বাঙালী বঙ্গবন্ধুর আহবানে,
ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধে রণাঙ্গনে।


শত্রুমুক্ত করতে এদেশবাসী,
দেশকে রক্ষিতে হস্তে ধরে অসি।
মাতৃভূমি তরে করে মুক্তি পণ,
সার্বভৌম রাষ্ট্র করবে স্বাধীন।


ইয়াহিয়ার শাসন ও শোষণ,
বাংলার মানুষ চায় অবসান।
সাত মার্চ বঙ্গবন্ধুর ভাষণ,
মনে জাগলো মুক্তির জাগরণ।


স্বাধীনতায় গেল অজস্র প্রাণ
অর্জনের চেয়ে রক্ষাও কঠিন।
যে কোন মূল্যে শত্রুদের রুখবো,
প্রতিবাদে আমরা মুখর হবো।
     তাং- ১৫/০৩/২৪ ইং
  চুকনগর, ডুমুরিয়া, খুলনা।