টাকার অহংকার
-------------------------------
---------শিব পদ রায়
টাকা যার বেশি অহংকার তার বেশি,
দাপটের অন্ধ মোহে সে ভীষন খুশি।
সমাজে যার নেই টাকা জীবন ফাঁকা,
সভা সমাবেশে বড় চেয়ার কথা বাঁকা।


মানুষকে করে অবজ্ঞা ও অবহেলা,
মনুষ্যত্ব দেয় জলাঞ্জলী  টিপে গলা।
টাকার মোহে প্রিয় জনকে করে জিম্মি,
হিতাহিত জ্ঞান নেই  পর করে প্রেমি।


জঘন্য কাজে রপ্ত  করে অশ্লীল কর্ম,
নিজ সন্তানে বলিদানে থাকে না ধর্ম।
টাকার গরমে নষ্ট স্বাভাবিক মন,
যাদের আশ্রয় করে পিছে শয়তান।


যারা দুস্থ দিনে আয় ব্যয় সুখে আছে,
পারে না ছুঁতে টংকার আধিক্য কানাচে।
আর নয় অহমিকা ধনের দৌরাত্বে,
শান্তিতে থাকবে সবে রবে মহত্ত্বে।  
      তাং- ২৯/১২/২৩ ইং
      ডুমুরিয়া কলেজ,খুলনা।