তীব্র শীত
---------------------------------
---------শিব পদ রায়
পৌষের শেষে ঠান্ডা কনকনে
               কাতর খেটে খাওয়া মানুষ,
সবাই হতবাক চলি কেমনে
                সর্বনিম্ন তাপমাত্রায় হারায় হুঁশ।


কাঁপছে সবে হাড় কাঁপানিতে
                 একটুখানি কেশে খক খক,
চারিদিকে হিমেল হাওয়াতে
                  অসুখ বিসুখে লেগেছে তাক।


স্বাভাবিক কাজকর্ম ব্যহত
                  সর্দিজ্বর লেগেই ইচ্ছেমত,
সকল মানুষ খুব চিন্তিত
                  আয় রোজগার ঘাটতি তত।


কোন কিছু আর লাগে না ভালো
                 হাতপা হয় বেজায় আড়ষ্ট,
শীতের সকালে প্রচুর কষ্ট
                 গন্তব্যস্থলেই পৌঁছাতে ব্যস্ত।


ভিটামিন ডি এর উদ্ভাবনে
                সূর্যের আলো খুব দরকার,
তীব্র শীতে পায়না তো রোদ্দুর
                 ভাগ্যের চাকা নয় শুভকর।
         তাং- ১৫/০১/২৪ ইং
        চুকনগর ডুমুরিয়া,খুলনা।