ভাঙ্গা কুলা ছাই ফেলতে লাগে
---------------------------------------
-------শিব পদ রায়
ভাঙ্গা কুলা ছাই ফেলতে লাগে
কথা অতি বাস্তব,
যাকে অবজ্ঞা অবহেলা করো
পাবে তার অভাব।
মানুষ কেহ স্বয়ং পূর্ণ নয়
সাহায্য দরকার,
এমন একদিন এসে যাবে
খোঁজ করবে তার।
তুচ্ছ জিনিস গুছিয়ে রাখবে
কাজে লাগতে পারে,
তাতেই পাবে তুমি সমাধান
তাৎক্ষণিক বিচারে।
বড়াই করে হয়নি মহান
হয়েছে ক্ষতিগ্রস্থ,
ধনদৌলত যে জোয়ার ভাটা
অহংকারে বিধ্বস্ত।
এবার আর অবহেলা নয়
করোরে মূল্যায়ন,
গরীব দু:খী সবাই সমান
একত্রে অবস্থান।
তাং- ০২/০৭/২৫ ইং