বিশ্বকবি রবীন্দ্রনাথ
------------------------------------
--------শিব পদ রায়
বিশ্বকবি রবীন্দ্রনাথ সবার প্রিয়,
ছোটদের বড়দের মনে স্মরণীয়।
তাঁর লেখনী সম্ভার প্রাণ কেড়ে লয়,
মনে দেয় দোলা সকলের আস্থানায়।
উদিত রবি বিশ্ববরেন্য কবি জানি,
বিশ্বের সবাই তাঁকে শ্রদ্ধা ভরে মানি।
সার্থক ছোটগল্পের শ্রেষ্ঠ রচয়িতা,
পঁচানব্বইটি ছোটগল্পের প্রণেতা।
ঔপন্যাসিক হিসাবে স্থান সুনির্দিষ্ট,
নাটকের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত।
উনিশশ একচল্লিশ সাত আগষ্ট,
জোড়াসাঁকোর বাড়িতে জীবন সমাপ্ত।
পিতা দেবেন্দ্রনাথ সারদাদেবী মাতা,
জন্ম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পূর্ণতা।
আঠারোশ একষট্টি সাতমে লগন,
বিশ্বকবির হয় শুভ জন্মগ্রহণ।
তাং- ০৮/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।