শুকনো পাতার হাড় ভাঙার শব্দে ঘুম ভেঙে গিয়েছিল রাতের আঁধারে। শোনেছি ;  পথিকের পায়ের নিচ থেকে এক বিকট শব্দ- কান্নার আওয়াজ । দেখেছি ;  একটা শুকনো পাতার চুরমার হয়ে যাওয়ার দৃশ্য । অদ্ভুত ! - এই বিকট শব্দ কিংবা কান্নার আওয়াজ আমি ছাড়া কারো কান স্পর্শ করেনি ।


আমি কার কাছে গিয়ে বলি - আজকাল  তুমি আমার আঁধারের পথিক হয়ে আছো খুউব ;  আর আমি শুকনো পাতা  ।


তারপর ;  তারপর দৃশ্যের পর দৃশ্যের জন্ম হয়  !  তুমি চলে যাও , ঠিক যেভাবে চলে যায় শেষ নিঃশ্বাস  !


                           ০৪, অগ্রহায়ণ
                        কৃষ্ণ পক্ষ, প্রতিপদ
                         ১৪২৮ বাংলা যুগ
                                আহমাদ