আমার সমাজ ব্যবস্তা
আমাকে শিখিয়েছে
বতর্মানের মতো করে
মিথ্যে কাকের মাংশ খেয়ে
বেচেঁ থাকি প্রতিদিন
আর সত্যকে ঢাকি
আর্বজনার স্তুপে।
এখানে নে্ই ভালবাসা-
পাওয়ার আহাজারি,
এখানে নেই
নিষ্পাপ শিশুর তুলতুলে
নরম গালের র্স্পশ।
এখানে লাল গোলাপের
পাপড়িতে ঝরে রক্ত।
এসো সবাই মিলে
সুন্দরের মাঝে
সত্যকে খুজেঁ নেয়,
খুঁজে নেয়
ছোট্ট ঘরের ফাঁকে
পূর্ণিমার আলোকনা।