স্তব্ধ সচ্ছ জ‌লের চো‌খের কা‌লোয় চোখ রে‌খে
‌নি‌জে‌কে দেখ‌তে চে‌য়ে‌ছিলাম,
আবিষ্কার কর‌তে চে‌য়ে‌ছিলাম অন্য ভুবন,
‌হে‌রে গে‌ছি, হে‌রে যা‌চ্ছি বার বার
বাতা‌সের কা‌ছে।


পা টি‌পে টি‌পে এগু‌চ্ছিলাম
কর্দমাক্ত সরু রাস্তার পথ ধ‌রে
পরাভূত হ‌য়ে‌ছি স্থিরতার কা‌ছে।


ভালবাসা ছিল অন্ত‌বিহীন,
জ‌মি‌য়ে আড্ডা মারা
‌নি‌জের লেখা স্বর‌লি‌পির সুর
‌সিগা‌রে‌টের কা‌লো ধোঁয়ায় উড়ি‌য়ে দেয়া
সঞ্চিত দুঃখ রা‌শি।
জীব‌নের নিয়‌মে চ‌লে গে‌ছে বন্ধুরা
আকড়া‌তে পা‌রি‌নি ভালবাসা
‌হে‌রে গে‌ছি সম‌য়ের কা‌ছে।


খু-উ-ব  য-ত-ন  করে
ভালবাসার বীজ বু‌নে‌ছিলাম,
আজো হয়‌নি অংকু‌রোদগম
কারন-‌দি‌তে পা‌রি‌নি উর্বরতা
‌হে‌রে গে‌ছি, হে‌রে যা‌চ্ছি বার বার
‌নি‌জের কা‌ছে।