আমার ছোট্ট কচি পাতার গাঁয়
কচি বাতাবী লেবুর মত
সবুজ সুগন্ধি ঘাস,
বাতাস ঝরা শিশিরে পাতায়
সবুজ গাছের ছায়ায়
মৃদু বাতাসের নীড়ে
নরম কোমল পাতার ভীড়ে
রাখব তোমায় সারা জীবন ভরে,
তুমি আসবে কি ফিরে ?


এই বাংলার পাখপাখালির গাঁয়ে
সোনালী ডানার চিল উড়ে
রোদেলা দুপুরে,
সুভ্র বলাকারা ছুটে চলে
সাঝের আকাশ জুড়ে,
ধূঁসর পেচা ডানা মেলে
অঘ্রানের অন্ধকারে,
মুগ্ধ হবে প্রান-
কোকিলের সুমধুর সুরে
তুমি আসবে কি ফিরে ?


রাতের গ্রাম্য আকাশটা জুড়ে
খই ক্ষেতের রূপালী ফুলের মত
শত তারারা ভাসে,
শিরীষ বনের সবুজ নীড়ে
চাঁদের ছায়ারা দেয় হাতছানী,
ফাগুনের আকাশটা হয়
কখনো অভিমানী-
হাজারো কাল মেঘের ভিড়ে
তুমি আসবে কি ফিরে ?


বৈকালি নদীর রং
রংধনুতে ছলছল টলমল,
কখনো উকি দেয় নীল আকাশ,
মৃদু বাতাসে স্বচ্ছ জলেরা
ছলছল শব্দ করে হাসে,
আর ঐ দুরের বাউল মাঝি
মনের সুখে ধরে গান
কাকলীমুখর কন্ঠস্বরে
তুমি আসবে কি ফিরে ?