পৃথিবী এখন নিদ্রায় আচ্ছন্ন
অন্ধকার গভীরতর,
তোমার ঘুম গাঢ় থেকে প্রগাঢ়
আর আমি একটি পলকের জন্যেও
এক করতে পারিনি চোখের পাতা।
আজ ভাবছি ভুলে যাব তোমাকে
আমার অনন্ত ভালবাসা
যে আমাকে নিয়ে এসেছে
দুঃসহ মরুময় সীমানায়,
ঢেকে দিয়েছে আধাঁরের ছাঊনীতে।


আজ ভাবছি ঘুছিয়ে নেব
আমার অসহায়ত্বের র্দীঘ প্রহর
নিজেকে নিয়ে আসব
প্রভাতের মুক্ত আলোয়,
তোমার দেয়া দুঃখগুলি
বিলিয়ে দেব দক্ষিনা বাতাসে
শংকাহীন আসরের মগডালে।


আজ ভাবছি মিলিয়ে নেব
হিসেবের খাতা জুড়ে
অগোছালো জীবনের সব লেনদেন,
উড়িয়ে দেব তোমার খেয়ালীতে জন্ম নেয়া
উন্মাতাল জীবনের সব সম্ভাবনা।
আজ ভাবছি ঝরা পাতার মর্মরধ্বনি
শীষ দেয়া আধাঁরের ডাক আর
বেদনার করুন সুরালাপ-
ভাসিয়ে দেব শান্ত নদীর স্রোতধারায়।


আজ ভাবছি ক্ষমা চেয়ে নেব
আমার ভালবাসার কাছে
অনুরোধ করব, হে পবিত্র ভালবাসা
তুমি মুক্ত করো আমার
আধাঁর জীবনের অমানিষা
ঘুমোতে দাও তার মতো করে।।