ভাবনাগুলো মাথার ভেতর
প্রশব বেদনায় পীড়া দিচ্ছে,
কলম হাতে যেন নিবোর্ধ বনে গেছি,
একটা শব্দের আচরও কাটতে পারিনি।

নিজের প্রতি ঘৃনা হচ্ছে প্রচন্ড রকম
না পারলাম শেফালীর ইজ্জত রক্ষা করতে
অথবা একজন বিশ্বজিৎকে বাঁচাতে
না পারলাম একটা প্রতিবাদী কবিতা লিখতে।।

সাগর রুনির ছোট্ট শিশুর চোখের কোনে-
যে জলের বিন্দুটি অট্ট হেসে কি বুঝাচ্ছে
সেটারও মানে বুঝতে ব্যর্থ হয়েছি।
দাত কামড়ে মাথার চুল ছিড়লেই কি
একজন ইলিয়াছ আলী বা চৌধুরী আলমকে
খুঁজে পাওয়া যাবে !!

বার্ন ইউনিটের অসহায় চোখের ভাষাটা
বুঝতেও ব্যর্থ হয়েছি,যেমন ব্যর্থ হয়েছি
একটা প্রতিবাদী কবিতা লিখতে।।
(05.01.2018)