তোমার চলে যাওয়া
সন্ধ্যায় নিরভে ঝরে যাওয়া
শিউলি ফুলের মতন।
তোমার ফিরে আসা
স্নিগ্ধ প্রাতে প্রকৃতিকে ভেদ করে
আশ্চর্য এক রোদের ঝিলিক।
এভাবে তোমার চলে যাওয়া
আর ফিরে আসা
তোমারই খেয়ালের বৃত্তে ঘূর্ণমান।


আমাকে ভেবে ভেবে
তোমার সময়ের একটি পলকও
অপচয় হয়নি
অথচঃ তোমাকে ভেবে
আমার ইচ্ছের সবগুলো পালক
একে একে খসে পড়েছে।


ভাবনার ল্যামপোস্ট জ্বলে অাছে
আমার স্বপ্নের রাজপথে।


প্রিয়তমা; তোমার হাত দুটি
আমার হাতে রাখলে
অথবা তোমার হৃদয়
আমাতে উৎসর্গ করলে
এমনতো নয় যে
পৃথিবীতে আবার তৃতীয় মহাযুদ্ধ
শুরু হয়ে যাবে ??
এমনো নয় যে
পৃথিবীর প্রতিটি প্রানী
একে অপরের সাথে
বিদ্রোহ ঘোষনা করবে ??


জেনে রেখো;
পৃথিবী তেমনি রবে
যেখানে অকাল বসন্তের
ব্যাকুল কোকিল
সুর তুলবে আনমনে
ফুলেরা ফুটে রবে
যে যার মতন করে।
আকাশেও নীলিমা রবে
ঠিক আগের মতন।


প্রিয়তমা; তোমার কি
একটি বারও ইচ্ছে হয়না
ভালবাসার সৌরভ ছড়াতে হৃদয়ে
অনন্ত সুখের স্বর্নচাপাকে
স্পর্শ করতে ??


তোমাকে পারবো কি কখনো
নামিয়ে আনতে
তোমার উদাসীনতার
মিনার থেকে ??
দেখে যেতে আমার বেঁচে থাকা
দীর্ঘশ্বাষে চাপা পড়া
এক ঝাক নীল বেদনায়
বুক জুড়ে
অপ্রাপ্তির অমানিশা !!