আমার যদি কখনও তোমার সাথে দেখা না হত
ব্যথা অনুভব করা শিখতাম না
তোমার মিষ্টি ভালবাসাটুকু হারানোর।
পাগল-পাগল বোধ হত না।


যদি তোমার সাথে দেখা না হত
আনন্দ কি জিনিষ তা জানতে পারতাম না,
এন্ডরফিনের স্রোতে ভাসা উষ্ণ উপহার
এবং স্মৃতিভাণ্ডার।


আজকাল পোঁটলা বেঁধে জীবন নিয়ে এগিয়ে চলেছি,
জোর করে মুখে হাসি এনে পথ হাঁটি ,
কোথায় কী ভুল হয়ে গেল তা নিয়ে প্রশ্ন করি
আর ভাবি যে কী কী হতে পারত।


(জোয়ানা ফুকসের 'If I'd Never Met You' কবিতাটির বাংলা রূপান্তর)