প্রকাণ্ড অট্টালিকার নগরীতে অমানুষের বাস,
পরিচ্ছনে কাপড়ে একদল রক্তচোষা-
ইট পাথরের আবরণে বড্ড দূরে নিচু সমাজ,
অভাবীদের রক্তে সুরম্য প্রাসাদে রক্তিম রং।
আজ বাতাসে পোড়া মানুষের গন্ধ,
বিকৃত চেহারাতে ঠিকই বুঝা যায় বাঁচার শেষ আকুতি,
নিত্যদিনকার কাজে শতেক প্রাণের কর্মব্যস্ততা-
শেষ বারের মত হবে তা কে জানতো?
মানুষের মরণে কি আসে যায় বাবুদের-
মৃত মানুষের চিৎকার কিভাবে পৌঁছাবে অট্টালিকা ভেদ করে।
ঢাকাস্থ জনপদে পোড়া মানুষের গন্ধ,
কত মানুষের স্বপ্ন ভঙ্গের দিন!
বেঁচে থাকার স্বপ্ন দেখা,
আমাদের ছোট জাতের দেখা কোন ভুল!
আমাদের ছোট্ট জীবনে বেঁচে থাকাই মহানন্দ-
কোন কালের স্বপ্নদেখা!
ছাপ্পানো হাজার বর্গমাইলে কথা জমে আছে,
বুকের গহীনে আগুন জ্বলে-
আমাদের গুরুদের প্রভুপরায়ণে,স্বপ্নরা মূল্যহীন।
মানুষের লাশে কত মানুষের প্রাসাদ সাজে-
কত মানুষের দেহ পড়ে রয় কেউ নাই খোঁজের,
আজ বাতাসে পোড়া মানুষের গন্ধ-
নতুনের বিজয়ে সুগন্ধ ছড়াবে নগরে-
বিলীন হবে পোড়া মানুষের গন্ধ।