মুসাফিরখানায় পূর্ণোদর আহারের আয়োজনে,
নিষ্ফল আবেদন-
যাপিত জীবনে লেফাফাদুরস্তি!
দৈন্যদশা উন্মোচনে কিংবা শহরের চাকচিক্যে!-
জীবসত্তা অসহায়,সকরুণ!!
আমার প্রতিচ্ছায়ায় আমি নই-
কতক মানুষের অবিকল কল্পিত আত্মা,
মা,বাবা,ভাই-বোন-
আর কতক পরিজনে অশোভন বন্ধন।
পারিপাট্য জীবনের খেয়ালে-
পরার্থ চিন্তনে এই সংসারে,
আমি মুসাফির!
অপ্রতিভ জীবনের যৌবনোদয়-
আজ প্রৌঢ়ত্বের দাওয়াতে আমন্ত্রিত!
নির্জীবতায় হালখাতা খুলেছি জীবনের,
আর কতক সময়!
স্তম্ভিত করে জীবনের প্রস্থান!
মহাপ্রয়াণ!
মহানন্দে বেঁচে থাকা প্রাণে,আমার মিল নেই-
এই বসুধায় কাতর চিত্তে বসবাস!
সমরাঙ্গনে বারণীয়-
আমি মহাপুরুষ নই,জাগতিক মোহে বেঁচে থাকা সত্তা।
প্রতিকার ফরমাশে,
কত গুণীর গুণবন্ত জবাব,
আমি অসহায়,মৃতপ্রায় দেহাঙ্গ!
ছুটি চাই!
সংসার কর্মে,এই জীবনে।
মহামিলন দিবসে আবার দেখা হবে-
এই ক্ষণে,
চিরবিদায়ের ডাক এসেছে-
কূজনে কিংবা জনশূন্যে-
আমার ছুটি চাই।
ছুটি!