কোন মায়ায় বেঁধেছো আমায়,
অদৃশ্য স্বপ্নজালে,
নির্ঘুম রজনী কাটে খুবই অসহায়-
অতৃপ্ত আত্মার করুণ চিৎকারে।
সুরূপা,
চলে যাওয়ার বায়না ধরেছো বুঝি?
নতুন কোনো স্বপ্নের খোঁজে!
নাকি,
ভুলেই বসেছো?
তবে যাই হউক-
সুরূপা,
কথাদের সাথে মিতালী আমার,
বিরহী আত্মারে ঠিকই মিলাবে শব্দে-
কখনো বোবাকান্নায়,
ছোট্ট জীবনের ভুল গুলো মিলাবো।
সীমাহীন দূরত্বে বিলিন হয়ে যাবো-
মাটির মোলায়েম স্পর্শে,
আমার স্বপ্নের কাপন রচিবে দেহটার কোটরে!
তুমি,
তবুও চলে যাবে?
সুরূপা,
তুমি চলে যেও না,
এই বসন্তে কোকিলের কুহুতান থেমে যাবে,
পাড়ায় পাড়ায় শোকের মাতমে,
কবি মনে আর শব্দের চাষাবাদ হবে না।
সুরূপা,
বড্ড ভালোবাসি তোমায়,
বায়না ভুলে ফিরে আসো-
বসন্তের ফুলে ফুলে রঙ ছড়াবো,
কবিতার খাতায় লেখে দিবো-
নতুন কোনো কবিতায় তোমার নাম।