হুমা ও কথকতা!
আহমেদ হানিফ।


তোমার বয়স আজ বিশে ছুই ছুই-
সলজ্জ বদনে,সুচারু ভূষণে তুমি রূপময়ী,
কোমলতা ও রক্তিমা মুখশ্রীতে-
অচেতনে বহুবার দেখি,সহস্র-বার।
ঠিক আঠারোতেই হলো পরিচয়,
প্রথম ভালো লাগার গল্প শুরু,
দিন ক্ষণ ঠিক মনে আছে আজও,
বসন্তকাল চলছিলো,কোকিলের কুহুতান-
আর নাম না জানা বাহারী ফুলে,
আমি 'হুমারে' খুঁজি-
মলাটবদ্ধ খাতার এপিঠ-ওপিঠে কত শব্দের চাষাবাদ,
চিঠিদের চল তখন আর নেই-
দুই লাইনের কবিতায় মনের কথা বলা-
কিংবা ভালোত্বের গুণকীর্তন হয়ে উঠেনি,
আমারও সাহস ছিলোনা,
বোকাদের দলভারী করতাম,প্রেমিক হয়ে উঠিনি!
তাই দূর থেকেই দেখা হতো!
হুমা,
আজ অনেক সাহসী আমি,
কথাদের সাথে সখ্যতা গড়ে উঠেছে,
তোমার জন্যে সৃজন করেছি হরেক রকম কথা,
এই ভালোবাসি,ভালো রাখবো আমৃত্যু,
হুমা,আজীবন পাশে রবো-
কিছু শব্দের জোগানে কবিতা লেখি,
আমি বড্ড সাহসী! তোমায়ই ভালোবাসি।
হুমা,
কবিতার ভুত চেপেছে ঘাড়ে-আমি কবিত্ব চাইনা,
প্রেমিক হতে এসেছি!
আরেক বসন্ত আসার আগে-
তুমিত্বে আবিষ্ট  হবো,
তুমি কবিতা হবে?
হুমা,
একটা কবিতা-
'হুমাকে ভালোবাসি'