মস্তবড় দল নিয়ে রাজা মশায় ছুটছেন,
কোথায় অনাহারী?
নিভৃতে  দরিদ্রপল্লির কেউ?
শতেক মানুষের লিস্ট নিয়া-
নেতা জনহিতৈষী সাজিয়া কহেন,
আজ্ঞে মহারাজ,
এই লন মানুষের তালিকা-
ইহারা অতিশয় হতদরিদ্র! বেদনায় জর্জরিত।
আমি নিজে গুণে গুণে করিয়াছি-
ইহাতে নাই কোন সন্দেহ।
রাজা মশায় আঁখি তুলি ক্ষণিক চাহিয়া,
আচ্ছা দিয়ে দাও ১২০ বস্তা খাবার-
আরো নিও,তুমি দিয়ে দিও-
করিও-না কোন ভেজাল।
নেতা,
হাসিয়া কহেন জনাব মহাশয়-
ইহাতে আমার কি?
জনতারই জয়।
পরক্ষণে,
অতি গোপনে আবার হইলো লিস্ট-
বাদ পরিলো যত অনাহারী,
আরে আত্মীয় নয় যে তারা।
গুণে গুণে শেষে ৫০ কিংবা ৬০ এ
বিতরণ হইলো খাবার।
যাহারা পাইলো তাহারা অভাবী-
বাকী সব গেলো ঘরে।
রাজার কাছে খবর গেলো,
সব দিয়ে মহাশয় আরো কতক রহিল মানুষ-
যদি কৃপা করেন আরো কিছু দেন-
তবেই হইবে সমানে সমান।
রাজা শুনে কন,ওরে কে আছিস?
নেতা মস্ত গুণী,
শুনিয়া রাখ দিলাম উপাধী-
মানবতার ফেরিওয়ালা!
করিয়া হাতজোড়!
নেতা মহাজ্ঞানী!!