আমাদের মতো দেখতে,
ঠিক আমাদের মতোই চলতে পারে-
মিথ্যার ছায়াতলে আশ্রিত,
তারা কি মানুষ?


নিরূপায় হয়ে দু'কদম চলতে,
মনের কথা বলতে-
যারা সঙ্গ দেয় না একাকীতে,
তারাও বুঝি মানুষ!


কবিতার খাতা গুলো ছিঁড়ে ফেলে,
বিদ্রুপের হাসি হেসে বলা-
এইসব কি লেখেছো ছাই!
তারাতো মানুষ!


জাগতিক মোহে হাত বাড়িয়েছি,
অন্য দিকে তাকানোর বাহানায়-
অবহেলা করতে পারা,
এরা মানুষ!


এক টুকরো ছোট কাগজের বুকে,
ভালোবাসি লেখেছি সরল মনে,
তাচ্ছিল্যের সুরে ভালোবাসো এই কথাটি বলতে পারা,
আমাদের মতো তারা মানুষ।


গল্পের আয়োজনে শব্দ খুঁজতে গেলাম,
কথা গুলো আমাদের না বলে-
পত্রপাঠ তাড়িয়ে দেওয়া,
স্বভাবেরও হয় বুঝি মানুষ।


আমাদের মতোই অভাগাদের নাম জানো,
মানুষ!
বাকিরা মানুষ নয়তো-
সমাজের বড় বাবু কিংবা সমাজপতি।


মানুষ পাবো কোথায়?
কোথায় গেলে এক বাঁধনে বাঁধবো,
মানুষের বিজয় মালা-
যতনে ছায়ার মতো থাকবো সদা।