আজি নতুন দিবসে শপথের বাক্য বুনি,
যত অবিচার ছিলো আগেকার,
রক্তের নেশায় যত খুন-
দাঙ্গাহাঙ্গামা।
ষোড়শীর তাজা রক্ত কিংবা রুইতনের গলিত দেহ,
মজলুমের আত্মচিৎকার-
সকল হিসাবের খাতা খোলা হল আজ।
হে আগামী দিনের নওজোয়ান,
যাচ্ছো কোথায়?
অসহায় এই জাতির সূর্যোদয় হবে না,
তুমিহীন লক্ষ মানুষের জনসমুদ্র-
মনে হবে বিজন প্রান্তর।
তোমার অপেক্ষায় থাকবে আগামী,
তুমি আগামীর লড়াকু-
জানো নওজোয়ান,
সে দিন আর বেশি দূরে নয়,
আজ মানুষের কণ্ঠে বিপ্লব ঝড়ে পড়ে-
নতুন সূর্যোদয়ের প্রথম কাব্য লেখার।
আমি আজ দেখি নবীনের দল ছুটছে,
তোমার উদ্দেশ্যে,তুমি স্বপ্ন দেখাবে মানুষে,
নতুন ভোরের।
আজ মুক্তির গান বুনেছি,
স্বাধীনতা মানে কি বুঝার ক্ষমতা হয়েছে আজ,
বিগত দিনের অবিচারের আজ বিচার হবে,
বিচারালয়ে আজ সাক্ষীসমেত লাখো জনতা।
আজ মুক্তির শপথ করো নওজোয়ান,
মানুষের জন্য-
মা আর মাতৃভূমির কল্যাণে,
বীরের বেশে তৈরি করো সত্তারে,
মুক্তির কেতনে জানান দাও,
নতুনের,মুক্তির।